জাতীয়

আজ ৩ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

আজ (বৃহস্পতিবার) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নরসিংদীর মাধবদী পৌরসভা, বিরামপুর কালীবাড়ি, নুরালাপুর ইউনিয়নসহ আশপাশের এলাকায় গ্যাস সংযোগ বন্ধ থাকবে। গ্যাস লাইনের জরুরি টাই-ইন কাজের জন্য সংযোগ বন্ধ থাকবে এসময়ে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কাজ চলাকালে আশপাশের এলাকায়ও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

আরএসএম/এমএইচআর/এএসএম