যশোর প্রধান ডাকঘরে দায়িত্ব পালনের সময় এক কোটি ৭৮ লাখ পাঁচ হাজার টাকা আত্মসাতের অভিযোগে আব্দুল বাকীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৯ ফেব্রুয়ারি) দুদকের সমন্বিত যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মোশাররফ হোসেন মামলাটি করেন।
দুদক সূত্র জানায়, ২০২২ সালের ২ জানুয়ারি যশোর প্রধান ডাকঘরের পোস্টমাস্টার হিসেবে যোগ দেন আব্দুল বাকী। ২৫ জানুয়ারি থেকে গত ৩০ জানুয়ারি পর্যন্ত ১৭ জন গ্রাহকের সঞ্চয়ী হিসাব ব্যবহার করে এক কোটি ৭৮ লাখ পাঁচ হাজার টাকা তুলে নেন তিনি। ওই সব গ্রাহকের সঞ্চয়ী হিসাবে টাকা ছিল না। তাদের অ্যাকাউন্টে টাকা জমা না করেও তিনি অফিসের নথিতে টাকা জমা দেখান। এরপর ডেপুটি পোস্টমাস্টার, দায়িত্বপ্রাপ্ত অপারেটর ও ১৭ আমানতকারীর নকল স্বাক্ষর করে তিনি টাকা তুলে নেন। এক বছর ধরে কৌশলে গ্রাহকদের অ্যাকাউন্ট ব্যবহার করে সরকারের টাকা সরিয়ে নেন আব্দুল বাকী।
আরও পড়ুন: পৌনে দুই কোটি টাকা আত্মসাৎ, সহকারী পোস্টমাস্টার জেনারেল গ্রেফতার
সর্বশেষ গত ২ ফেব্রুয়ারি শেখ মোহাম্মদ আলী নামের এক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ১৩ লাখ টাকা উত্তোলনের সময় ধরা পড়েন তিনি। এরপর ডেপুটি পোস্টমাস্টার মেহেরুন্নেছা অধিক যাচাইয়ের জন্য গত ৩০ জানুয়ারি লেজারের তথ্য শিডিউলের সঙ্গে মিলিয়ে দেখেন। তখন পূর্বের জালিয়াতির বিষয়ে তিনি আরও নিশ্চিত হন। তিনি দেখতে সক্ষম হন- আগে যে টাকা ওঠানো হয়েছে সেখানে এন্ট্রি করা নেই এবং লেজারের তথ্যগুলোও একই হাতের লেখা।
বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করলে গত ৭ ফেব্রুয়ারি খুলনা থেকে অতিরিক্ত পোস্ট মাস্টার জেনারেল আমিনুর রহমান সরেজমিনে এসে ঘটনার সত্যতা পান। পরদিন অভিযুক্ত আব্দুল বাকীকে খুলনায় স্ট্যান্ড রিলিজ ও ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (তদন্ত) খন্দকার মাহাবুব হোসেনকে প্রধান করে ছয় সদস্যের কমিটি করা হয়।
তদন্ত কমিটি সত্যতা পেলে ১০ ফেব্রুয়ারি মধ্যরাতে যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেন। ওই রাতে তাকে আটক করে পুলিশ।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, আব্দুল বাকীকে আটক করে ৫৪ ধারায় জবানবন্দি নিয়ে কারাগারে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে দুদককে চিঠি দেওয়া হয়।
জানতে চাইলে দুদকের সমন্বিত যশোর কার্যালয়ের উপ-পরিচালক আল আমিন বলেন, থানা থেকে কাগজপত্র পেয়ে অভিযুক্ত আব্দুল বাকীর বিরুদ্ধে মামলা করতে দুদকের প্রধান কার্যালয়ে চিঠি পাঠাই। প্রধান কার্যালয়ের নির্দেশে রোববার তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মিলন রহমান/আরএইচ/জিকেএস