যশোরের বেনাপোলে যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত পলাতক তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে এক অভিযানে বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন বেনাপোল পোর্ট থানার সাদীপুর গ্রামের মো. খোকনের ছেলে সোহেল রানা (৩৪), শিকড়ি গ্রামের সালাম সরদারের ছেলে রুহুল আমিন (৩২) ও রেলস্টেশন এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে আশরাফ আলী (৩২)। বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, আসামিদের দুপুরে যশোর আদালতে হস্তান্তর করা হয়েছে।
জামাল হোসেন/এসআর/জিকেএস