দেশজুড়ে

থেমে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, হেলপার নিহত

মুন্সিগঞ্জের গজারিয়ায় থেমে থাকা ট্রাকে অপর একটি ট্রাকের ধাক্কায় চালকের সহকারী রিপন দফাদার (২৫) নিহত হয়েছেন।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের নতুন চাষি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রিপন দফাদার ভোলার ফুল কাছিয়া গ্রামের সেলিম দফাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রিপন চালকের সহকারীর কাজ করতেন। বুধবার তারা কাজি ফার্মস গ্রুপের গজারিয়া ফিড মিলে মালামাল দিয়ে আসতে যান। গাড়িটি থামিয়ে তারা খালাসের অপেক্ষায় ছিলেন। সন্ধ্যা সাড়ে ৫টার দিকে হেলপার রিপন ট্রাকের ডালা খোলার জন্য পিছনে যাওয়ার সময় আরেকটি ট্রাক ধাক্কা দিলে তিনি আহত হন। গুরুতর অবস্থায় তাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গজারিয়া থানার এসআই সেকেন্দার আলী বলেন, তাৎক্ষণিকভাবে খবর পেয়ে তারা প্রথমে ঘটনাস্থল পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসি। আহত ট্রাকের হেলপার রিপন মারা গেছেন।

আরাফাত রায়হান সাকিব/আরএইচ/জিকেএস