খেলাধুলা

অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন ম্যাক্সওয়েল-মার্শ

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দলে ফিরেছেন অলরাউন্ডার মিচেল মার্শ এবং গ্লেন ম্যাক্সওয়েল। পেসার ঝাই রিচার্ডসনও দীর্ঘ প্রতীক্ষার পরে আন্তর্জাতিক ক্রিকেট মঞ্চে প্রত্যাবর্তন করবেন।

অন্যদিকে ডেভিড ওয়ার্নার, অ্যাশটন অ্যাগার এবং প্যাট কামিন্স-যারা এই সপ্তাহে টেস্ট সফর থেকে অস্ট্রেলিয়ায় ফিরে এসেছেন, তাদেরও নাম এই দলে রয়েছে।

মার্শ (গোড়ালির চোট) এবং ম্যাক্সওয়েল (ভাঙা পা) উভয়ই অস্ত্রোপচারের পরে অনেকটা সময় মাঠের বাইরে ছিলেন। ভারত সিরিজ দিয়ে তারা ফিরছেন।

অন্যদিকে একটি চোট পাওয়ার পরে রিচার্ডসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দীর্ঘ বিরতি নিয়েছিলেন। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বিগ ব্যাশ লিগে তাকে সেভাবে দেখা যায়নি এবং জানুয়ারির শুরু থেকে তিনি ম্যাচ খেলেননি।

এদিকে জশ হ্যাজলউড, যিনি গত গ্রীষ্মে একটি ওয়ানডেতে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করেছিলেন, অ্যাকিলিসের ইনজুরির কারণে সিরিজ থেকে বাদ পড়েছেন। এই চোটের কারণে টেস্ট সিরিজ থেকে তাড়াতাড়ি তিনি দেশে উড়ে যেতে বাধ্য হয়েছেন এই পেসার।

অ্যারন ফিঞ্চের অবসরের পর কামিন্সকে টেস্ট ও ওয়ানডের দায়িত্ব দেওয়া হয়েছে। দ্বিতীয় টেস্টের সময় কনুইয়ে সূক্ষ্ম চিড় ধরা পড়ার কারণে এই সপ্তাহে ভারত থেকে দেশে ফিরেছেন ওয়ার্নার। তবে ওয়ানডে সিরিজে তার নাম রাখা হয়েছে।

অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াডপ্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইঙ্গলিস, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ঝাই রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

এমএমআর/জিকেএস