স্বাস্থ্য

উন্নত দেশগুলোর উচিত দরিদ্রদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে ভূমিকা রাখা

দরিদ্র দেশগুলোর রোগীদের মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিতে উন্নত দেশগুলোকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, বিশ্বের অধিকাংশ মানুষ দরিদ্র ও অসহায়। এসব দেশের জনগণ নানারকম সমস্যায় ভোগার পাশাপাশি খুব একটা মানসম্মত চিকিৎসা সেবা পান না। এজন্য উন্নত দেশগুলোর উচিত অপেক্ষাকৃত সুবিধাবঞ্চিত দরিদ্র দেশগুলোর স্বাস্থ্য খাতের উন্নয়নে আরও বেশি কার্যকর ভূমিকা রাখা।

সুইজারল্যান্ডে ২২-২৪ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত রোগীদের চিকিৎসা নিরাপত্তা সংক্রান্ত পঞ্চম আন্তর্জাতিক মিনিস্ট্রিয়াল সম্মেলনে বাংলাদেশের পক্ষে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট এইচ ই মি এলিয়ান বার্সেট সম্মেলনের উদ্বোধন করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেডরোস আদহানম ঘিব্রিইয়েসাস এতে সভাপতিত্ব করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দরিদ্র দেশগুলোতে হাসপাতালের অবকাঠামো নির্মাণ, উন্নত যন্ত্রপাতি কেনা ও প্রশিক্ষণ সেবা বৃদ্ধি করতে কার্যকর ভূমিকা রাখতে হবে।’ এসময় বিভিন্ন দেশের হাসপাতালে রোগীদের সেবা বাড়ানো প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী প্রশিক্ষণপ্রাপ্ত জনবল, জবাবদিহিপূর্ণ হাসপাতাল ব্যবস্থাপনা, সচেতনতা বৃদ্ধি করা, তথ্যের আদান-প্রদানের ওপর দেন।

সম্মেলনে অংশ নেয়া বিশ্বের বিভিন্ন দেশের মন্ত্রীরা মহামারি করোনাভাইরাস পরবর্তীসময়ে করণীয় নিয়ে আলোচনা করেন। ২০২১-২০৩০ সালভিত্তিক অ্যাকশন প্ল্যান বাস্তবায়নের লক্ষ্যে কাজ করার অঙ্গীকার করেন।

সম্মেলনে জাপান, সৌদি আরব, ইতালি, সিঙ্গাপুর, মালেয়েশিয়া, হাঙ্গেরি, শ্রীলঙ্কা, ইরাক, কেনিয়া, জিম্বাবুয়ে, মোজাম্বিক, লিবিয়া, নামিবিয়া, পুর্তগাল, আরব আমিরাতসহ ৮০ দেশের স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ নেন।

এএএইচ/এমএস