কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গায় বিএনপির পদযাত্রায় অংশ নিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার বাবলু।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা শহরের নতুন জেলখানার সামনে থেকে পদযাত্রায় অংশ নেন জব্বার। কিছুটা হাঁটার পরই তিনি বুকে ব্যথা অনুভব করেন।
তাৎক্ষণিক নেতাকর্মীরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে সেখানেই মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুতে জেলা বিএনপির পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
আব্দুল জব্বার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তার মৃত্যুর খবরে নেতাকর্মীরা শোকাহত হয়ে পড়েন। জেলা-উপজেলার নেতারা অনেকেই তাকে দেখতে সদর হাসপাতালে ছুটে যান।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ফাতেহ আকরাম দোলন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
এমআরআর/এমএস