খেলাধুলা

বাবা সেনাবাহিনীর মা সেবিকা, তাই আমি কঠোর আবার নরম: হাথুরু

তার মধ্যে আবেগ কম। তিনি কড়া শিক্ষক। স্নেহ- মায়ার বদলে ছাত্র ও শিষ্যদের কঠোর শাসনে রাখতে ভালবাসেন। কড়া মানসিকতাই তার প্রধান বৈশিষ্ট্য। চন্ডিকা হাথুরুসিংহে সম্পর্কে বেশিরভাগ মানুষের মূল্যায়ন এমন।

আসলে হাথুরুসিংহের প্রকৃতি কী? তিনি সত্যিই কড়া মানুষ? আবেগতাড়িত না হয়ে শিষ্যদের কঠোর শাসনে বেঁধে রাখতে চান? তিনি নিজে কী মনে করেন?

শুনে অবাক হবেন, নিজের সম্পর্কে হাথুরুর মূল্যায়ন ও উপলব্ধি কিন্তু অমন না। নিজেকে কোনোভাবেই কঠিন প্রকৃতির মানুষ মনে করেন না লঙ্কান এই কোচ। বরং তার মনে হয় তিনি একজন মিঠেকড়া স্বভাবের। যার মধ্যে কঠোরতার পাশাপাশি নমনীয়তার সংমিশ্রনও আছে। আজ (মঙ্গলবার) প্রেস বক্সে এক বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ড সাংবাদিকের ছুড়ে দেওয়া প্রশ্ন ছিল-চন্ডিকা, আপনি নিজেকে কড়া স্বভাবের মানুষ মনে করেন? আপনার আচরণে কি কঠোর রূপ বেশি?

হাথুরুর জবাব, ‘আমার বাবা সেনাবাহিনীতে ছিলেন। একজন সামরিক বাহিনীর সদস্যের সন্তান আমি। আর মা ছিলেন সেবিকা। হাসপাতালের নার্স। সবার জানা, সেনাবাহিনীর সদস্য মানেই কড়া মানসিকতার মানুষ। সে কারণেই আমার মধ্যে একটা কড়া মানুষের বাস। পাশাপাশি আমার মা ছিলেন নার্স, তাই নমনীয়তাও আমার মাঝে বিরাজমান। আমি মনে করি আমার ভেতরে ওই দুটি সত্ত্বা ও বৈশিষ্ট্যই আছে। কঠিন মানসিকতার পাশাপাশি নরম স্বভাবটাও সঙ্গী আমার। কাজেই আমাকে শুধুই কড়া মানসিকতাসম্পন্ন একজন মানুষ ভাবা ঠিক হবে না।’

নিজের কোচিংয়ের ধরন সম্পর্কে বলতে গিয়ে বাংলাদেশ হেড কোচ জানান, ‘আমি জানি আমি কী চাই। আমি সেটাই করি যা চাই। আমি যেটা বিশ্বাস করি সেটাকে সঠিক বলেও মনে করি। তরুণ বয়স থেকে সেটাই আমার সবচেয়ে শক্তির জায়গা।’

এআরবি/এমএমআর/এএসএম