দেশজুড়ে

গাজীপুরে ঝুট গুদামে আগুন

গাজীপুর মহানগরের কোনাবাড়ি থানায় ঝুট গুদামে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কোনাবাড়ি থানার দেউলিয়াবাড়ি এলাকায় ঝুট গুদামে এ আগুন লাগে। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন।

তিনি বলেন, সন্ধ্যা পৌনে ৭টার দিকে দেউলিয়াবাড়ি এলাকায় ঝুট গুদামে আগুন লাগে। গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি, কাশিমপুর ফায়ার সার্ভিসের একটি ও ডিবিএল ফায়ার সার্ভিসের একটিসহ মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এখনো হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, আগুনের ঘটনা অনেক বড়। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ঘটনাস্থলের উদ্দেশ্যে এরই মধ্যে রওয়ানা হয়েছি।

আব্দুর রহমান আরমান/এসজে/এএসএম