আন্তঃনগর সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস ট্রেনের স্টপেজ, সিট বরাদ্দসহ ছয় দফা দাবিতে চুয়াডাঙ্গার দর্শনায় রেলপথ অবরোধ করা হয়। এসময় আন্তঃনগর রুপসা এক্সপ্রেস ট্রেনটি দর্শনা স্টেশনে কয়েক মিনিটের জন্য আটকা পড়ে।
বুধবার (১ মার্চ) বেলা ১১টার দিকে ‘দর্শনার জন্য আমরা’ নামে একটি সংগঠন এ কর্মসূচি পালন করে। বেশ কয়েক মাস ধরে সংগঠনটি আন্তঃনগর ট্রেনের স্টপেজ ও সিট বরাদ্দসহ ছয় দফা দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। বুধবার পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গার দর্শনা হল্ট স্টেশন এলাকায় রেলপথ অবরোধ কর্মসূচি পালন করে।
এসময় খুলনা থেকে ছেড়ে আসা চিলহাটিগামী আন্তঃনগর ট্রেনটি দর্শনা স্টেশনে প্রায় ছয় মিনিট অবরোধ করে রাখা হয়। একপর্যায়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতার আশ্বাসে সংগঠনটি রেলপথ অবরোধ প্রত্যাহার করে। পরে দাবি-দাওয়া দ্রুত বাস্তবায়নের দাবিতে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
দামুড়হুদার ইউএনও রোকসানা মিতা বলেন, আপনাদের যৌক্তিক দাবিগুলো জেলা প্রশাসককে লিখিতভাবে জানান। জেলা প্রশাসক প্রশাসনিক উদ্যোগ নিলে আশা করি, শিগগির তা বাস্তবায়নের সম্ভাবনা আছে।
দর্শনার জন্য আমরা সংগঠনের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম বাবু ছয় দফা দাবি উত্থাপন করেন।
দাবিগুলো হলো, খুলনা-ঢাকা রেলপথে চলাচলকারী সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস ট্রেনের দর্শনায় রাত্রিকালীন যাত্রাবিরতি, কলকাতা-ঢাকা পথে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের দর্শনায় যাত্রাবিরতি ও বাংলাদেশি যাত্রীদের ওঠানামার ব্যবস্থা রাখা; দর্শনা স্টেশন থেকে রাজশাহী ও ফরিদপুরের ভাঙ্গা স্টেশন পর্যন্ত দুটি যাত্রীবাহী ট্রেন চালু, দর্শনা পুরাতন বাজার ও চুয়াডাঙ্গা-কালীগঞ্জ মহাসড়কে অবস্থিত দুটি রেলগেটে ওভারপাস অথবা আন্ডারপাস নির্মাণ করা।
এছাড়া দর্শনা মাদারপাড়ায় রেলওয়ের নিজস্ব জায়গায় আধুনিক রেলওয়ে কন্টেইনার টার্মিনাল নির্মাণ, দর্শনা থেকে খুলনা পর্যন্ত রেলপথ দুই লাইনে উন্নীতকরণ; দর্শনায় ট্রেনের যাত্রীসেবা বৃদ্ধিতে বেনাপোল এক্সপ্রেসে নতুন করে দুটি শীতাতপনিয়ন্ত্রিত কোচ সংযোজনসহ সাধারণ আসন বৃদ্ধি এবং ট্রেনের টিকিট কালোবাজারি রোধকল্পে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
রেলপথ অবরোধ কর্মসূচিতে পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আলম, যুবলীগ নেতা শাহীন আলীসহ বীর মুক্তিযোদ্ধা, সমাজকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, এনজিও কর্মীদের অংশ নেন।
এমআরআর/এএসএম