বগুড়ার ধুনট উপজেলার চিকাশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেপ বাদশাসহ ২০ জনের বিরুদ্ধে পাল্টাপাল্টি ছিনতাই মামলা হয়েছে। শুক্রবার (৫ মার্চ) মধ্যরাতে থানায় দুটি মামলা দায়ের হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার চিকাশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেপ বাদশার সঙ্গে একই এলাকার সুলতানহাটা গ্রামের ব্যবসায়ী আবু ছালামের দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। এ বিরোধের জেরে ২৫ ফেব্রুয়ারি বিকেলে চিকাশি মফিজ মোড় এলাকায় সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন আহত হন।
এ ঘটনায় ওইদিন রাতে ব্যবসায়ী আব্দুস ছালাম বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেন। ওই অভিযোগে আওয়ামী লীগ নেতা আলেপ বাদশাসহ ৬ জনকে আসামি করা হয়। এছাড়া ওই অভিযোগে দেড় হাজার টাকা ছিনতাই করে নেওয়ার উল্লেখ রয়েছে। অপরদিকে একই দিন আলেপ বাদশা বাদী হয়ে থানায় একটি পাল্টা অভিযোগ করেন। ওই অভিযোগে ব্যবসায়ী আবু ছালামসহ ১৪ জনকে আসামি করা হয়েছে। এছাড়া ওই অভিযোগে পাঁচ হাজার টাকা ছিনতাই করে নেওয়ার উল্লেখ রয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভবে ঘটনাস্থল পরিদর্শন শেষে উভয় পক্ষের অভিযোগ তদন্ত করে থানায় মামলা রেকর্ড করা হয়েছে। মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আরএইচ/এমএস