দেশজুড়ে

ভ্যান কিনতে বের হয়ে এক মাস ধরে নিখোঁজ

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার আজিজুল হক পেয়াদা (৩৫) ভ্যান কিনতে বাড়ি থেকে বের হয়ে গত এক মাস যাবত নিখোঁজ রয়েছেন। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নিখোঁজ হওয়ায় দিশেহারা পরিবার। তাদের দিন চলছে খেয়ে না খেয়ে।

নিখোঁজ আজিজুল হক পেয়াদা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উত্তর শিবপুর গ্রামের মো. আবুল শেখের ছেলে।

আজিজুল হকের চাচাতো ভাই মো. রেজাউল শেখ জাগো নিউজকে বলেন, ১ ফেব্রুয়ারি আমার চাচাতো ভাই আজিজুল হক তার স্ত্রীর কাছ থেকে ২০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হন। উদ্দেশ্য ছিল একটি ভ্যান কিনবেন। কৃষিকাজের পেশা পরিবর্তন করে ভ্যানচালক হতে চেয়েছিলেন তিনি। কিন্তু টাকা নিয়ে পৌর সদরের উত্তর শিবপুরের নিজ বাড়ি থেকে বের হয়ে ১ মাস ৬ দিন অতিবাহিত হলেও আর ফিরে আসেননি।

তিনি আরও বলেন, আত্মীয়-স্বজনের বাড়িসহ কোথাও তার কোনো খোঁজ মেলেনি। কোনো সহৃদয়বান ব্যক্তি তার খোঁজ পেলে ০১৯৩৩-১৩৯২৫০ মোবাইল নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছেন নিখোঁজের পরিবারের সদস্যরা।

তবে এ বিষয়ে এখনও থানায় কোনো জিডি করা হয়নি। মঙ্গলবার স্থানীয় থানায় সাধারণ ডায়রি করবেন বলেও তিনি জানান।

এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারের অন্য সদস্যদের দিশেহারা অবস্থা। আজিজুল হকের দুই ছেলে। বড় ছেলের বয়স ১৮ আর ছোট ছেলের ১৪ বছর। তার স্ত্রী গৃহিণী।

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, এ বিষয়ে জানা নেই। পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়রি (জিডি) করার পর আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এন কে বি নয়ন/এফএ/এমএস