বিনোদন

ধূমকেতু সিনেমায় পরীমনিকে নিয়ে গুজব

সিনেমার আলোচিত গ্ল্যামারকন্যা পরীমনি। শফিক হাসান পরিচালিত ধূমকেতু সিনেমায় প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে। সম্প্রতি কিছু মিডিয়া খবর প্রকাশ করেছে, ধূমকেতুর নায়িকা পরীমনিকে পরিবর্তন করা হবে।নায়িকা পরিবর্তন প্রসঙ্গে নির্মাতা শফিক হাসান বলেন, ধূমকেতু-র ৭০ ভাগ কাজ শেষ। এখন শুধু শাকিব খান-পরীমনির তিনটি গানের দৃশ্যের শুটিং বাকি আছে। এ পর্যায় এসে পরীকে কেন আমরা বাদ দেব। সে এই সিনেমার নায়িকা। অনেকে বলেন, ‘দু`জন নায়িকা’, এটা একদম ভুল কথা। এখানে একজনই নায়িকা। সেটা পরীমনি।তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এসব নিউজ যারা করেছে তারা আমার সঙ্গে কোনো প্রকার আলাপ করেনি। এমনকি এ সিনেমার প্রযোজকের সঙ্গেও কথা বলেনি। এ ধরনের খবর তারা কেন প্রকাশ করেছে তা কিছুই আমি জানি না।এ প্রসঙ্গে পরীমনি বলেন, এ ব্যাপারে আমি কী বলব বুঝতে পারছি না। এটা একদম গুজব। আমাকে সিনেমা থেকে বাদ দেবে, এটা তো আমি আগে জানব!মুন্নি প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য ধূমকেতু সিনেমায় শাকিব-পরী ছাড়া আরো অভিনয় করছেন তানহা, রেবেকা, অমিত হাসান, দিতি ও আলিরাজসহ আরো অনেকে।ঢাকা, পূবাইলে এ সিনেমার শুটিং করা হয়েছে। এ ছাড়াও কক্সবাজারসহ দেশের বিভিন্ন লোকেশনে দৃশ্যায়নের কাজ হবে বলে জানান সিনেমাটির নির্মাতা।একটি আইটেম গানসহ মোট সাতটি গান থাকছে এ সিনেমায়। এ চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ুন। কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, কিশোর, খেয়া, পিংকি, জোজো (ভারত)। চিত্রনাট্য, কাহিনি ও সংলাপ মুনির রেজা।