আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
এশিয়া-ইউরোপের জন্য তেলের দাম বাড়ালো সৌদি
এশিয়া ও ইউরোপের জন্য জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির জ্বালানি কোম্পানি আরামকো জানিয়েছে, এপ্রিলের জন্য এই মূল্য কার্যকর হবে। চাহিদা বাড়ায় সৌদির রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিটি এই সিদ্ধান্ত নিয়েছে। খবর রাশিয়া টুডের।
শস্য চুক্তি নবায়নে ইউক্রেনের আলোচনা
কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানি চুক্তিটি নবায়ন করতে অংশীদারদের সঙ্গে আলোচনা শুরু করেছে ইউক্রেন। ইউক্রেন সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছে।
ত্রিপুরায় বিশেষ অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে স্মরণ
১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে স্বাধীনতার ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন অফিস প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে ঐতিহাসিক এই দিনটি।
অস্ট্রেলিয়ায় তীব্র তাপপ্রবাহ, ছড়িয়ে পড়েছে দাবানল
অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের বেশ কিছু এলাকায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকায় সেখানের পরিস্থিতি আরও খারাপ হতে পারে। মঙ্গলবার (৭ মার্চ) দেশটির ফায়ার সার্ভিস সতর্ক করে এ তথ্য জানিয়েছে।
জাপানের মহাকাশ অভিযান ফের ব্যর্থ
দ্বিতীয়বারের মতো ব্যর্থ হলো জাপানের মহাকাশ অভিযান। উৎক্ষেপণের পর আকাশেই ধ্বংস করতে হয় পরবর্তী প্রজন্মের এইচ৩ রকেটটি। এই ব্যর্থতা জাপানের মহাকাশবিষয়ক উচ্চাকাঙ্ক্ষা ও নিরাপত্তা প্রোগ্রামের জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।
মানিকই থাকছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
ত্রিপুরায় গত ২ মার্চ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই নিশ্চিত হয়ে যায়, রাজ্যটিতে দ্বিতীয় ইনিংসের সূচনা করতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সেই অনুযায়ী, সোমবার (৬ মার্চ) রাতে দলের কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়ে বিজয়ী বিধায়কদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। আর সেই বৈঠকেই দলের শীর্ষ নেতা হিসেবে বেছে নেওয়া হয় রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহাকে।
পাকিস্তান পারেনি, বাংলাদেশ পেরেছে
পাকিস্তান যা পারেনি, তা বাংলাদেশ পেরেছে। বাংলাদেশ একটি সুষ্ঠু জনসংখ্যা নীতি প্রণয়ন করতে পেরেছে। নিয়ন্ত্রণ করতে পেরেছে জন্মহার। কিন্তু এই কাজে পুরোপুরি ব্যর্থ পাকিস্তান। এসব কথা বলেছেন পাকিস্তানেরই সাবেক এক মন্ত্রী। তার দাবি, ১০ বছর ধরে বাংলাদেশে প্রজননের যে হার, তা যদি পাকিস্তানেও থাকতো, তাহলে পাকিস্তানিদের মাথাপিছু জিডিপি অন্তত ১৫ শতাংশ বেশি হতো।
জন্মহার না বাড়লে ‘নিশ্চিহ্ন’ হয়ে যাবে জাপান
জনসংখ্যা দ্রুত কমতে থাকায় জাপানের সামাজিক নিরাপত্তা বলয় ও অর্থনীতি উভয়ই মারাত্মক হুমকিতে রয়েছে। এই পরিস্থিতি আটকানো না গেলে একসময় পুরোপুরি ‘নিশ্চিহ্ন’ হয়ে যাবে দেশটি। জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার এক উপদেষ্টা সম্প্রতি এমন আশঙ্কার কথা বলেছেন।
নির্বাচনে জিততে সঙ্গী-সাথি গোছাচ্ছেন বাইডেন
দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়া এবং ক্ষমতা ধরে রাখার জন্য এখনই সঙ্গী-সাথি গোছাতে শুরু করেছেন ডেমোক্র্যাটিক নেতা জো বাইডেন। দলের ভেতর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন এমন নেতাদেরও পক্ষে টানার চেষ্টা করছেন তিনি।
এরদোয়ানকে হটাতে ৬ দলীয় জোট, প্রার্থী ‘তুরস্কের গান্ধী’
তুরস্কে আগামী মে মাসে অনুষ্ঠিত হবে পরবর্তী সাধারণ নির্বাচন। এতে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়বেন ‘তুরস্কের গান্ধী’ নামে খ্যাত কামাল কিলিকডারোগলু। আসন্ন নির্বাচনে তাকে একক প্রার্থী হিসেবে মনোনীত করেছে বিরোধী দলগুলো।
এমএসএম/এএসএম