তথ্যপ্রযুক্তি

নারী দিবসে সঙ্গীকে উপহার দিন ৫ গ্যাজেট

প্রতিবছরের ৮ মার্চ বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। নারী-পুরুষের সমতার লক্ষ্যেই ও নারী প্রতি সম্মান প্রদর্শনেই প্রতিবছর এই দিবস পালিত হয়ে আসছে। এদিনে আপনার সঙ্গীকে উপহার দিতে পারেন। এমনকি মা কিংবা বোনকেও দিতে পারেন কিছু উপহার।

বিশেষ দিনে সঙ্গীর জন্য কিনতে পারেন উপকারী কিছু গ্যাজেট। জুয়েলারি বা কাপড় উপহার না দিয়ে নিত্যদিন ব্যবহার করতে পারবে এমন গ্যাজেট দিতে পারেন। প্রযুক্তি নির্ভর দুনিয়ায় গ্যাজেট ছাড়া আমাদের জীবন প্রায় অচল বলা যায়। আপনি যত দূরেই থাকুন না কেন আপনাকে যেন সব সময় তিনি কাছে পান এমন কিছু উপহার দিতে পারেন। এক্ষেত্রে উপহার হিসেবে দিতে পারেন স্মার্টফোন, স্মার্টওয়াচ কিংবা স্মার্ট স্পিকার।

চলুন সঙ্গীর জন্য কী কী গ্যাজেট কিনতে পারেন সাধ্যের মধ্যে-

স্মার্টফোনআপনার বাজেট যদি একটু বেশি হয় তাহলে স্মার্টফোন প্রথম পছন্দে রাখতে পারেন। প্রিয়জনকে তার পছন্দের ব্র্যান্ডের স্মার্টফোন উপহার দিতে পারেন। নতুন একটি স্মার্টফোন আপনার প্রিয়জনের জন্য বিশেষ দিবসের উপহার হিসেবে হতে পারে অতুলনীয়।

ব্লুটুথ স্পিকারপ্রিয় মানুষটি যদি গান শুনতে পছন্দ করে তাহলে নিশ্চিন্তে একটি বুটুথ স্পিকার উপহার দিতে পারেন। এখন সস্তায় অনেক ব্লুটুথ স্পিকারেই দুর্দান্ত সাউন্ড পাওয়া যায়। গান শোনা ছাড়াও এই স্পিকারগুলো থেকে কলিং ও ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করা যায়। দুই হাজার থেকে পাঁচ হাজারের মধ্যেই বিভিন্ন ব্র্যান্ডের ব্লুটুথ স্পিকার পেয়ে যাবেন।

আরও পড়ুন: গেমারদের জন্য বিশেষ ইয়ারফোন 

রোবোটিক ভ্যাকিউম ক্লিনারআপনার সঙ্গীর প্রতিদিনের কাজ কমিয়ে দেবে এই রোবোটিক ভ্যাকিউম ক্লিনার। সব ধরনের মেঝে ও কার্পেট পরিস্কার করতে পারে এই ভ্যাকিউম ক্লিনার। ঘরের প্রতি কোনায় পৌঁছে ঘরকে পরিস্কার রাখবে এই ডিভাইস। অল্প দামে বিভিন্ন ব্র্যান্ডের ভ্যাকিউম ক্লিনার পেয়ে যাবেন।

স্মার্টওয়াচগ্যাজেটপ্রেমীদের কাছে স্মার্টওয়াচ একটি দুর্বলতার জায়গা। এমন মানুষ এখন খুঁজে পাওয়া কষ্ট যারা স্মার্টওয়াচ পছন্দ করেন না। আপনার প্রিয়মানুষটিকে উপহার দিতে পারেন একটি স্মার্টওয়াচ। আপনার প্রিয় মানুষটির স্বাস্থ্য, ফিটনেসের দিকেও খেয়াল রাখবে এই স্মার্টওয়াচ। এছাড়াও স্মার্টফোনের কল কিংবা সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন, ওয়েদার আপডেট সবই পাওয়া যাবে স্মার্টওয়াচে।

ক্যামেরা অ্যাক্সেসরিজআপনার সঙ্গী যদি সোশ্যাল মিডিয়ায় খুব একটিভ হয়ে থাকে তাহলে ক্যামেরা অ্যাক্সেসরিজ উপহার দিতে পারেন। ইউএসবি লাইট অথবা একটি ফোন হোল্ডার সহ ট্রাইপড কিনে নিতে পারেন। কম বাজেটের মধ্যেই এই অ্যাক্সেসরিজগুলো পেয়ে যাবেন খুব সহজে।

কেএসকে/জিকেএস