আশুলিয়া শিল্পাঞ্চলের সরকার মার্কেট এলাকায় আগুনে ১১টি ঝুটের গোডাউন ভস্মীভূত হয়েছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ঝুট কাপড় পুড়ে গেছে। বুধবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানায়, সকাল ৬টার দিকে গোরাট এলাকার ব্যবসায়ী এমরান হাজীর ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী আরো ১০টি ঝুট গোডাউনে। সংবাদ পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।তিনি আরো জানান, আগুনের তীব্রতা বেশি হওয়ায় সাভার ধামরাই গাজীপুর কালিয়াকৈর টঙ্গী এলাকার আরো ১২টি ইউনিট ঘটনা স্থলে গিয়ে প্রায় সাড়ে ৩ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আগুন নেভাতে গিয়ে ১০ জন এলাকাবাসী আহত হয়েছে। পরে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। হঠাৎ করে ঝুট গোডাউনে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে তদন্ত চলছে বলে জানান আবদুল হামিদ।আল-মামুন/আরএস/পিআর