রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারের নর্থসাউথ রোডে গত মঙ্গলবার (৭ মার্চ) বিকেল পাঁচটায় বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয় ক্যাফে কুইন টাওয়ার ভবন। এসময় সামনের সড়কে চলা সাভার পরিবহনের চালকের সহযোগী নিহতসহ বেশ কিছু যাত্রীও আহত হয়। বিস্ফোরণের পর থেকেই ভবনের সামনের সড়কের লেন বন্ধ রয়েছে। এতে সপ্তাহের শেষ কর্মদিবসে বাড়ি ফেরা মানুষের ভোগান্তি বেড়েছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যায় ভবনটির সামনের সড়কে চলা মানুষদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।
সদরঘাট থেকে গুলিস্তান হয়ে এ সড়ক দিয়ে উত্তরা ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় প্রতিদিন শতাধিক গাড়ি চলাচল করে। হাজার হাজার মানুষ চলাচল করে এ পথ ধরে। গত মঙ্গলবার (৭ মার্চ) যখন ঘটনা ঘটে সেদিনও ব্যস্ত ছিল ভবনটির সামনের সড়ক। তারপর দিন শবে বরাতের ছুটিতে গাড়ি চলাচল কম থাকলেও আজ বৃহস্পতিবার (৯ মার্চ) সপ্তাহের শেষ কর্মদিবস মানুষের চলাচল ছিল কিছুটা বেশি। এক পাশের রাস্তা বন্ধ থাকায় তাই বাড়ি ফেরা মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে অনেক। অনেকে বাসে উঠে অপেক্ষা, অনেকে আবার সদরঘাট থেকে গুলিস্তান থেকে হেঁটেই যাচ্ছেন।
শাহ আলম মুন্সি নামের একজন জাগো নিউজকে বলেন, সকালে মিরপুর থেকে কোর্ট কাচারি এসেছিলাম। রাস্তার একপাশ বন্ধ থাকায় জ্যাম লেগেছে পুরো রাস্তায়। তাই গুলিস্তান পর্যন্ত হেঁটেই যাচ্ছি। তারপর বাসে উঠে মিরপুর যাবো।
কিশোরগঞ্জ থেকে আসা বদরুল আলম নামের আরেকজন জাগো নিউজকে বলেন, ঢাকায় এসেছিলাম ব্যবসার কিছু মাল কিনতে। সদরঘাট থেকে গুলিস্তান পর্যন্ত গাড়ি খুবই ধীরে ধীরে চলছে। তাই হেঁটেই যাচ্ছি। গুলিস্তান থেকে বাসে উঠবো।
তেজগাঁও থেকে আসা লাইসুর রহমান নামের আরেক জন জাগো নিউজকে বলেন, প্রতিদিনই নবাবপুর আসি। সকালে আজও এসেছি। গত তিনদিন নবাবপুর থেকে গুলিস্তানে এসে বাসে উঠছি।
আরএসএম/এমআইএইচএস/জেআইএম