দেশজুড়ে

সেতুর নিচ থেকে বালু উত্তোলন, জরিমানা ২ লাখ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ইছামতী নদীর ওপর নির্মিত সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃপ্তি কণা মন্ডল এ অর্থদণ্ড করেন।

তৃপ্তি কণা মন্ডল জাগো নিউজকে বলেন, ইছামতী নদীর তলদেশের সেতুর পিলারের কাছ থেকে বিক্রির উদ্দেশ্য বালু উত্তোলন করায় এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। সরকারি অনুমতি ছাড়া অবৈধভাবে মাটি খনন ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ অভিযান নিয়মিত চলবে।

এম এ মালেক/এসজে/জিকেএস