দেশজুড়ে

সাতক্ষীরায় অস্ত্রসহ যুবক আটক

সাতক্ষীরার সরদারপাড়া এলাকা থেকে পিস্তলসহ বাপ্পী গাজী ওরফে আব্দুল্লাহ্ (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ মার্চ) দিবাগত রাত ১টার দিকে তাকে অস্ত্রসহ আটক করা হয়।

সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক লোকমান হোসেন জানান, গ্রেফতার ওই যুবক দীর্ঘদিন ধরে অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তাকে অস্ত্রসহ আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি ওয়ানশুটার গান উদ্ধার করা হয়।

আরও পড়ুন: সাতক্ষীরায় অস্ত্রসহ যুবক আটক

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফখরুল আলম খান জানান, গ্রেফতার ওই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আহসানু রহমান রাজীব/আরএইচ/এএসএম