সাতক্ষীরায় অস্ত্রসহ যুবক আটক
সাতক্ষীরায় ওয়ান শুটারগানসহ মহিউদ্দীন শেখ নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২০ ফেব্রুয়ারি) ভোরে শহরের বৈকারি ক্লাব মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
মহিউদ্দীন শেখ সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজালাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চলায় পুলিশ। পরে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলিসহ মহিউদ্দীনকে আটক করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহিউদ্দীন অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা।
আহসানুর রহমান রাজীব/আরএইচ/এএসএম