বিনোদন

মারা গেছেন শাহরুখ খানের শ্বশুর

বলিউড কিং শাহরুখ খানের স্ত্রী গৌরি খানের বাবা কর্নেল রমেশ চন্দ্র ছিব্বর মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাত ৯টায় পরপারে পাড়ি জমান কর্নেল। এসময় তিনি নিউ দিল্লীর এসকর্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।শারীরিক অসুস্থ্যতার কারণে মঙ্গলবার রাতেই তাকে নয়াদিল্লির ইসকর্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শাহরুখের ঘনিষ্ট সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি আরো জানিয়েছে, এই শোক সংবাদের খবর পেয়ে মুম্বাই থেকে কাল রাতেই দিল্লী পৌঁছান শাহরুখ দম্পতি। এসময় তাদের সঙ্গে ছিলেন করণ জোহরসহ আরো অনেক বন্ধু ও আত্মীয় স্বজন। আজ বুধবার সকাল ১০টায় মৃতের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। প্রসঙ্গত, মূলত হোসিয়ারপুর জেলার মধ্যে পাতি গ্রামের বাসিন্দা কর্নেল রমেশ চন্দ্র ছিব্বর। সবিতা ছিব্বরকে বিয়ের পর তিনি ১৯৭০ সালে দিল্লি চলে আসেন। তার কিছুদিন পরেই জন্ম নেন শাহরুখের স্ত্রী গৌরি খান। কর্নেলের ভিক্রান্ত নামে এক পুত্রও রয়েছে।এসআইএস/এলএ/এবিএস