খেলাধুলা

মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকো ২ এপ্রিল

লা লিগার এ মৌসুমের দ্বিতীয় পর্বের ক্লাসিকোর সূচি নির্ধারণ হয়েছে। আগামী ২ এপ্রিল বার্সেলোনার মাঠ ক্যাম্প ন্যুতে খেলবে রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় রাত দেড়টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। সোমবার স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ এটি নিশ্চিত করেছে। এ বছরের শুরুতে কোচ হিসেবে যোগ দেয়া জিনেদিন জিদানের অধীনে রিয়ালের এটা হবে প্রথম ক্লাসিকো।স্পেনের চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই ক্লাব সবশেষ মুখোমুখি হয়েছিল গত নভেম্বরে। রিয়ালের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে সেই ম্যাচে ৪-০ গোলের বড় জয় পেয়েছিল বার্সেলোনা। স্পেনের শীর্ষ লিগের এবারের আসরে প্রথম পর্বের ওই ম্যাচে জোড়া গোল করেছিলেন লুইস সুয়ারেস। আর একটি করে গোল করেছিলেন নেইমার ও আন্দ্রেস ইনিয়েস্তা।গতবারের ট্রেবল জয়ী বার্সেলোনা এবারও লিগের শিরোপা ধরে রাখার পথেই আছে। বর্তমানে ২৬ রাউন্ড শেষে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে এনরিকের দল। দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে তারা। ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল।এমআর/আরআইপি