আইন-আদালত

জাসদ নেতা হত্যা মামলার আসামির যাবজ্জীবন দণ্ড

কুষ্টিয়ার জাসদ নেতা মারফত আলী হত্যা মামলায় হাইকোর্টে খালাস দেয়া আসামি সিরাজ মণ্ডলকে যাবজ্জীবন দণ্ড দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল মঞ্জুর করে বুধবার বিচারপাতি সৈয়দ মাহমুদ হোসেন নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ এই রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান।১৯৯৮ সালে কুষ্টিয়ার প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালত সিরাজ মণ্ডলকে  মৃত্যুদণ্ড দিয়ে রায় দেন। পরে ২০০২ সালে ফাঁসির দণ্ড পাওয়া আসামি সিরাজ মণ্ডলকে হাইকোর্ট খালাস দেন। এছাড়া আরো আট আসামিকে এ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত। তাদের সবাই হাইকোর্টের রায়ে খালাস পেয়ে যান। এদের মধ্যে কেবল সিরাজ মণ্ডলের খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ। খন্দকার দিলারুজ্জামান বলেন, “আসামি সিরাজ মণ্ডল সম্ভবত জামিনে আছেন। জামিনে থেকে থাকলে তাকে এই রায়ের পর আত্মসমর্পণ করতে হবে।” প্রসঙ্গত, কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জাসদ রব এর তৎকালীন নেতা মারফত আলীকে ১৯৯১ সালের ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময় মিরপুর উপজেলর কুর্শা ইউনিয়নের ইশালমারী মাঠে গুলি করে হত্যা করা হয়। এফএইচ/এসকেডি/এমএস