দেশজুড়ে

রূপপুর প্রকল্পে ক্ষতিগ্রস্ত ২৮ কৃষকের মাঝে চেক বিতরণ

ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের (আরএনপিপি) জন্য অধিগ্রহণ করা জমির ফসলের ক্ষতিপূরণ বাবদ ২৮ কৃষককে ৮৪ লাখ টাকার চেক দেওয়া হয়েছে।

সোমবার (১৩ মার্চ) বিকেল ৫টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি এম ইমরুল কায়েস।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহসিন কবির, পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

ক্ষতিগ্রস্ত কৃষক মহরম বলেন, দীর্ঘদিন পরে হলেও ফসলের ক্ষতিপূরণের টাকা পেয়ে ভালো লাগছে। সেজন্য রূপপুর প্রকল্প কর্তৃপক্ষকে ধন্যবাদ।

ইউএনও পি এম ইমরুল কায়েস বলেন, ১৯৬২ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে নির্মাণের জন্য ২৬০ একর ও আবাসিক এলাকার জন্য ৩৫ একর জমি অধিগ্রহণ করা হয়। পরবর্তীতে ২০১৭ সালে আরও ৯৯০ একর খাস জমি প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়। এসব খাস জমি স্থানীয় কৃষকেরা চাষাবাদ করতেন।

তিনি আরও বলেন, সরকার মানবিক বিবেচনায় ফসলের ক্ষতিপূরণ বাবদ ৭৭৫ জনের তালিকা করলে ভূমি মন্ত্রণালয় এ জমির অনুমোদন দেয়। পরবর্তীকালে পরমাণু শক্তি কমিশন ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ২৭ কোটি, ৩৪ লাখ, ৮৭ হাজার ৯৯০ টাকা বরাদ্দ দেয়। কয়েক দফায় কৃষকদের ২০ কোটি ২৪ লাখ ৫৯ হাজার ৮৫৫ টাকা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় সোমবার ২৮ কৃষককে ৮৪ লাখ টাকা দেওয়া হলো।

শেখ মহসীন/এমআরআর/এএসএম