বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ব্যানবেইস কর্তৃক নির্মিত ১২৫টি উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশনের (UITRCE) আওতায় কুষ্টিয়ার কুমারখালী ও দৌলতপুর উপজেলার আইসিটি ট্রেনিং সেন্টারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে কুষ্টিয়ার কুমারখালী ও দৌলতপুর উপজেলার আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর অ্যাডুকেশন ভবন প্রাঙ্গনে নবনির্মিত এ ভবন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিটিভির মাধ্যমে সরাসরি উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এসময় কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের সংসদ সদস্য আব্দুর রউফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেলা আক্তারসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, আওয়ামী লীগ ও ১৪ দলের নেতৃবৃন্দ প্রজেক্টরের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন। এই উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার নির্মাণের ফলে ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় কুষ্টিয়া আরও এক ধাপ এগিয়ে গেলো।আল-মামুন সাগর/এমজেড/এমএস