সিরাজগঞ্জের তাড়াশে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে ভাঙচুর চালিয়ে পণ্ড করার অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রানা মণ্ডলকে সাময়িক বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ।
সোমবার (১৩ মার্চ) সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগের গঠনতন্ত্র পরিপন্থী কাজে লিপ্ত হওয়ায় তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রানা মণ্ডলকে পদ থেকে সাময়িক বহিষ্কার হলো। সেইসঙ্গে তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না জানতে চেয়ে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
জানা যায়, গত ৫ মার্চ দুপুরে উপজেলার সগুনা ইউনিয়নের ধামাইচহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান চলাকালে একটি চেয়ারে স্থানীয় আব্দুল হালিম মণ্ডল বসতে চান। এসময় সেটি স্কুলের সভাপতির জন্য নির্ধারিত চেয়ার বলে তাকে জানিয়ে সেখানে বসতে নিষেধ করলে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রানা মণ্ডলের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন হঠাৎ অনুষ্ঠানে এসে ৫০টির মতো চেয়ার ভাঙচুর করে অনুষ্ঠান বন্ধ করে দেন। পরে ওই স্কুলের প্রধান শিক্ষক মোস্তফা বাদী হয়ে রানা মণ্ডলকে প্রধান আসামি করে মামলা করেন।
এ প্রসঙ্গে উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল জাগো নিউজকে বলেন, বিদ্যালয়ের আয়োজন পণ্ড করার দায়ে সাংগঠনিক সম্পাদক রানা মণ্ডলকে সাময়িক বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ। সেইসঙ্গে তাকে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
এম এ মালেক/এমআরআর/এএসএম