ক্যাম্পাস

শেকৃবি কৃষি অর্থনীতি ছাত্র সমিতির সভাপতি আরিফ সম্পাদক বিপুল

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) কৃষি অর্থনীতি ছাত্র সমিতির কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন মাস্টার্সে অধ্যয়নরত মো. আরিফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন লেভেল-৪, সেমিস্টার-২ এর মো. বিপুল হোসেন।

বৃহস্পতিবার (১৬ মার্চ) ৩৯ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন সমিতির মডারেটর অধ্যাপক ড. মিজানুল হক কাজল। এ সময় আরও উপস্থিত ছিলেন কো-মডারেটর ড. শাহ জহির রায়হান, মো. রাকিবুর রহমান ও মো. হায়দার খান সুজন।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. রোকনুজ্জামান, এস এম ওয়ালীউল্লাহ, মো. হাফিজুর রহমান, মো. আরাফাত রহমান, মোরতাফিয়াতুল মোনামি, জি এম মোরশেদ; যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ খান, ইমরুল ইসলাম, খালিদ হাসান, নাসিফ বিন মোশাররফ, আতিয়া সানজিদা; সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, কামরুল হাসান, মোস্তফা ওয়াসিফ, রবিউল ইসলাম।

কোষাধ্যক্ষ আখতারুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাদিরুজ্জামান নিশাদ, দপ্তর সম্পাদক মো. আব্দুল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক অন্তি সরকার, তথ্য ও যোগাযোগ সম্পাদক কাজী নাফিস সোয়াদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সাদিয়া ইসলাম মিম, আন্তর্জাতিক সম্পাদক রোকসানা আক্তার রিমি, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক মৌরি তানিয়া, ক্রীড়া সম্পাদক মাকসুরুজ জামান মাহিন, কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক শাহরিয়ার সিফাত, শিক্ষা ও গবেষণা সম্পাদক মো. আসিফ আল আরাফ, সমাজকল্যাণ সম্পাদক ওয়াহিদা তাসনিম।

কার্যনির্বাহী সদস্যরা হলেন মো. মোস্তাফিজুর রহমান, জিহাদ মাহমুদ, আলাউদ্দিন আহমেদ, মোমেনা উলফাৎ হিমানী, ইফতেখারুল ইসলাম নিলয়, খাদিজা জাহান হেরা, মাহমুদুল হাসান লিমন, রাবেয়া আক্তার ও আকরাম হোসেন সিয়াম।

সমিতির প্রধান মডারেটর অধ্যাপক ড. মিজানুল হক কাজল বলেন, নবগঠিত এই কমিটি কৃষি অর্থনীতির শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে। বিশ্ববিদ্যালয় এবং চাকরির সমস্যার ক্ষেত্রে শিক্ষার্থীদের পাশে থাকবে কৃষি অর্থনীতি ছাত্র সমিতি। আমি তাদের সাফল্য কামনা করি।

তাসনিম আহমেদ তানিম/বিএ/এএসএম