চাঁপাইনবাবগঞ্জের কানসাট পুকুরিয়া এলাকায় ট্রাকচাপায় শিবগঞ্জ থানার দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে শিবগঞ্জ-সোনা মসজিদ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই দুই পুলিশ কমকর্তা হলেন-দিনাজপুর জেলার ফুলবাড়ি রাজারামপুর এলাকার আব্দুস সাত্তারের ছেলে উপ-পরিদর্শক (এসআই) সাদেকুল ইসলাম ও জয়পুরহাট জেলার ধীরতির সূতিঘাট এলাকার শাজাহানের ছেলে শিক্ষানবিশ সার্জেন্ট আতাইল ইসলাম। শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম ময়নুল ইসলাম জানান, ট্রাকে মাদক পরিবহন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কানসাটের গোপালনগর মোড়ে একটি ট্রাককে থামানোর জন্য সিগন্যাল দেয় পুলিশ। সিগন্যাল অমান্য করে ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নিহত ওই পুলিশের দুই কর্মকর্তা মোটরসাইকেলযোগে তাদের ধাওয়া করে। ভোর সাড়ে ৫টার দিকে কানসাট পল্লীবিদ্যুৎ মোড় এলাকায় ট্রাকটি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যায়। খবর পেয়ে পুলিশ ওই দুই পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠায়।আব্দুল্লাহ/এসএস/আরআইপি