বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা প্রতিবছরের ন্যায় এবারও ফুটবল লিগ ও টুর্নামেন্ট-২০১৬ আয়োজন করেছে। আগামী ১৭ এপ্রিল থেকে এ টুর্নামেন্ট শুরু হবে। এবার ১২/১৪টি দল অংশ নেবে বলে জানা গেছে। আর এবার এ আসরের স্পন্সর হচ্ছে নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক পরিচয়। বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র ফুটবল লিগ ও টুর্নামেন্ট-২০১৬ আয়োজন উপলক্ষে সম্প্রতি সংগঠন ও বিভিন্ন ফুটবল দলের কর্মকর্তা এবং পৃষ্ঠপোষকদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিটির জ্যাকসন হাইটস্থ খাবার বাড়ী চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন স্পোর্টস কাউন্সিলের সভাপতি মহিউদ্দিন দেওয়ান।সভায় স্বাগত বক্তব্যে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র উপদেষ্টা মনজুর আহেমদ চৌধুরী বলেন, এক সময় প্রবাসের ৪/৫ হাজার দর্শক টিকিট কেটে লিগের খেলা উপভোগ করেছে। আর এখন এক/দুই’শ দর্শক মাঠে উপস্থিত হন না। এ অবস্থার পরিবর্তন করতে হবে। সবাই মিলে সুন্দর খেলা উপহার দিয়ে দর্শকদের মাঠে ফিরিয়ে আনতে হবে।সভায় পরিচালনা এবং ফুটবল লিগ ও টুর্নামেন্টের সাধারণ সম্পাদক আব্দুল বাসিত খান বুলবুল বলেন, আমাদের মাঠসহ সবকিছু প্রস্তুত। এখন সকল দলের সহযোগিতা পেলেই লিগ ও টুর্নামেন্ট শুরু করতে পারি।তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ খেলার স্বার্থে এবার মাঠে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ও আর্থিক দণ্ডের ব্যবস্থা নেয়া হবে। মাঠে কোনো খেলোয়ার বা কোন কর্মকর্তা আজে-বাজে মন্তব্য বা মারামারি করলে কঠোরভাবে আইন কার্যকর করা হবে।সভায় বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার অন্যতম উপদেষ্টা সামসুল আবদীন, ছদরুন নূর, হাজী এনাম, সহ সভাপতি আব্দুল হাসিম হাসনু ও আনোয়ার হোসেইন, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল আহমেদ, প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি ও বিভিন্ন দলের কর্মকর্তা ও খেলোয়াররা উপস্থিত ছিলেন।আরএস/আরআইপি