আগামী সাত দিনের মধ্যে অবৈধভাবে দখলে থাকা জায়গা ছেড়ে দিতে ব্যবসায়ীদের নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। তবে ব্যবসায়ীদের অনুরোধে সেটি ৩০ দিন করা যেতে পারে বলেও মত দিয়েছেন উত্তরের এই নগরপিতা। কিন্তু এর মধ্যে অবৈধভাবে দখলে থাকা জায়গা ছেড়ে না দিলে আইন মোতাবেক ব্যবস্থা নিবেন বলেন হুঁশিয়ারি দিয়েছেন আনিসুল হক।বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশান ক্লাবে মত বিনিময়ে বসেন মেয়র। সেখানে ডাকা হয় উত্তরের বেশির ভাগ দোকানমালিক সমিতির নেতাদের। উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের কাউন্সিলরসহ বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি এসএ কাদের কিরণ, ঢাকা মহানগর দোকান মালিক সমিতির মহাসচিব শাহ আলম খন্দকার।আনিসুল হক বলেন, আমি অনুরোধ করব, অবৈধভাবে এক ইঞ্চি জায়গাও আপনারা দখলে রাখবে না। আমাকে কঠোর হতে বাধ্য করবেন না। তিনি বলেন, লক্ষ্য করলে দেখা যাবে বেশির ভাগ দোকান ব্যবসায়ী ও রেস্টুরেন্ট মালিকরা বাইরে পণ্যের পসরা সাজিয়ে রাখেন। খাবার তৈরির ব্যবস্থা থাকে বাইরে। আবার বাইরে বসে খাবারের ব্যবস্থা করেন। এতে নগরের মানুষের ভোগান্তি হয়। এটি ব্যবসায়িক মনোভাবের প্রকাশ নয়। তাই আমি বলছি, আগামী ৭ থেকে ৩০ দিনের মধ্যে নগরীর অবৈধ দখল ছেড়ে দিন। অন্যথায় আইনের আশ্রয় নিবো। কঠোর ব্যবস্থা নেবো। তিনি বলেন, দোকানিরা দোকানের ময়লা আবর্জনা ইচ্ছে মতে বাইরে ফেলে নোংরা করেন পরিবেশ। কেন এটি করেন। কেন ঝুড়ি কেনেন না। ঝুড়িতে ময়লা ফেলুন। আমাদের পরিচ্ছন্ন কর্মীরা ময়লা নিয়ে যাবে। এসময় বেশির দোকান ব্যবসায়ী স্বীকার করেন, তারা অবৈধভাবে জায়গা দখল করে থাকে। তবে দ্রুত সেটি থেকে সরে যাবে।এসএ কিরণ বলেন, আমাদের সৎ মনোভাব নিয়ে ব্যবসা করতে হবে। এভাবে মানুষের ভোগান্তি আমরা আর করতে চাই না।কাহ আলম খন্দকার বলেন, আমরা চিঠি দিয়ে রাজধানীর সব দোকান ব্যবসায়ীদের এ কথা জানিয়ে দিবো। আশা করছি, নির্ধারিত সময়ের মধ্যে নগরীরর সুন্দর চিত্র দেখতে পারবেন। এসএ/আরএস/এআরএস/আরআইপি