লিগ কাপ ফাইনালে হারের প্রতিশোধ ইংলিশ প্রিমিয়ার লিগে নিল লিভারপুল। লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে ম্যানচেস্টার সিটি ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। লিগ কাপের ফাইনালে সিটির কাছে টাইব্রেকারে হেরেছিল লিভারপুল। সেই হারের প্রতিশোধ নিতেই বুধবার অ্যানফিল্ডে শুরু থেকেই সিটিকে চেপে ধরে স্বাগতিকরা। একের পর এক আক্রমণে অতিথিদের ডিফেন্সকে ব্যতিব্যস্ত করে রাখে লালানা, মিলনার ও রবের্তো ফিরমিনোরা। তবে প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয় ৩৩ মিনিট পর্যন্ত। ম্যাচের ৩৩ মিনিটে গোল কড়ে দলকে লিড এনে দেন লালানা। পিছিয়ে পড়া সিটি নিজেদের সামলে উঠার আগেই ব্যবধান বাড়ান মিলনার। রবের্তো ফিরমিনোর নিখুঁত পাস থেকে দারুণ দক্ষতায় ম্যাচের ৪১ মিনিটে জো হার্টকে পরাস্ত করে বল জালে পাঠান মিলনার। গোলে ২-০ গোলের ব্যবধান নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৭ মিনিটে গোল করে দলকে ৩-০ এর লিড এনে দেন ফিরমিনো। লালানার কাছ থেকে বল পেয়ে বল পাঠানোর সুবর্ণ সুযোগটি হাতছাড়া করেননি এই ব্রাজিলিয়ান। এ জয়ে ২৭ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে লিভারপুল আর ৪৭ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের শীর্ষ লিগের চার নম্বরে রয়েছে সিটি।এমআর/আরআইপি