জাতীয়

২৩ দিনের মতো অবস্থান ধর্মঘটে মাদরাসা শিক্ষকরা

মাদরাসা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের জাতীয় বেতন স্কেলের দাবি আদায়ের লক্ষ্যে লাগাতার ২৩ দিন ধরে অবস্থান ধর্মঘট পালন করছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার কর্মসূচির ২৩তম দিনে অবস্থান করছে তারা।শিক্ষকরা বলেন, আমরা আশা করি বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ন্যায় `আন্দোলনরত` স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা অনুদানভুক্ত ১ হাজার ৫১৯টি এবং অনুদানবিহীন ৬ হাজার ৮৪৭টি মাদরাসায় কর্মরত ৩৪ হাজার ২৪০ জন শিক্ষকদের জাতীয় স্কেলে বেতন বাস্তবায়ন ঘোষণা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে বিনীত অনুরোধ জানাই।এর আগে জাতীয় স্কেলে বেতন না ঘোষণা করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছিলেন সংগঠনের মহাসচিব মোখলেছুর রহমান।অবস্থান ধর্মঘট কর্মসূচিতে সংগঠনের সভাপতি কাজী রুহুল আমীন চৌধুরী, মহাসচিব মোখলেছুর রহমান, যুগ্ম মহাসচিব আবু মুসা ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।এএস/আরএস/আরআইপি