দেশজুড়ে

শ্রীপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে

গাজীপুরের শ্রীপুরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ার ঘটনায় অটো রিকশা চালক, যাত্রী ও দোকানিসহ সাতজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার এমসি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।আহতরা হলেন, অটো রিকশার চালক রতন মিয়া (২৯), আবুল হাশেম (৩৬), লেগুনা যাত্রী হৃদয় মিয়া (২৮), রোমান টেক্সটাইল কারখানার শ্রমিক রোকসানা আক্তার (২৭), তার মেয়ে মাহবুবা আক্তার (৬), দোকানি গৌরাঙ্গ চন্দ্র বাবু (৪৪) এবং কর্মচারী অরুন বাবু (৩২)। মাওনা হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট হুমায়ুন কবির জানান, সকাল ৭টার দিকে মাওনা চৌরাস্তাগামী মাটি বহনকারী একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুইটি অটো রিকশা, দুইটি সিএনজি ও একটি লেগুনাকে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশের টং দোকানে ঢুকে পড়ে। এ ঘটনায় সাত জন আহত হয়েছেন। তিনি আরও বলেন, আহতরা মাওনা আলহেরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় রোকসানা আক্তার ও তার মেয়ে মাহবুবা আক্তারকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ড্রাম ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।আমিনুল ইসলাম/এফএ/আরআইপি