আইন-আদালত

রাষ্ট্রদ্রোহ মামলা : খালেদার সময়ের আবেদন মঞ্জুর

রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সময়ের আবেদন মঞ্জুর করেছেন আদালত। আগামী ১০ এপ্রিল এ মামলায় তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন পিকু এই সময় মঞ্জুর করে। আজ শুনানির জন্য দিন ধার্য থাকলেও আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লা মিয়া খালেদা জিয়ার উপস্থিতির জন্য সময়ের আবেদন করেন। শুনানি শেষে খালেদা জিয়াকে আগামী ১০ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। মামলার বাদী আইনজীবী মমতাজ উদ্দিন মেহেদী আদালতকে বলেন, ‘আমরা খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির একটি আবেদন করেছি। মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে মন্তব্যের কারণে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আইনজীবী মমতাজ উদ্দিন মেহেদীর করা রাষ্ট্রদ্রোহের মামলা আমলে নিয়ে গত ২৫ জানুয়ারি সমন জারি করেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত।জেএইচ/আরআইপি