বর্ষীয়ান ফরওয়ার্ড ব্লক নেতা এবং বামফ্রন্টের অন্যতম রূপকার অশোক ঘোষ (৯৪) মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার বেলা ১১টা ২৫ মিনিটে ভারতের ই এম বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গুরুতর অসুস্থ অশোক ঘোষকে ২ ফেব্রুয়ারি ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে কিছুটা সুস্থও হয়েছিলেন তিনি। পরে আবার শারীরিক অবস্থার অবনতি হয়। ফলে ভেন্টিলেশন থেকে বের করা যায়নি তাকে। বুধবার হাসপাতাল সূত্রে জানা যায়, অশোক ঘোষের অবস্থা আশঙ্কাজনক। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সম্ভাবনা ক্ষীণ বলে আশঙ্কা করছিলেন চিকিৎসকরা। সেই আশঙ্কা সত্যি করে পৃথিবী ছেড়ে চলে গেলেন তিনি। ১৯২১ সালের ২ জুলাই জন্ম অশোক ঘোষের। ১৯৫১ সাল থেকে টানা ৬৫ বছর ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক পদে ছিলেন তিনি। অসুস্থ হওয়ার কারণে সম্প্রতি অস্থায়ীভাবে ওই পদে আনা হয় বরুণ মুখোপাধ্যায়কে।জেএইচ/আরআইপি