নেত্রকোনার কেন্দুয়ায় অবসরপ্রাপ্ত জেলা জজ লতিফুর রহমান খান নান্টুকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে তার নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটেছে।জানা গেছে, জেলার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের জল্লি গ্রামের বাসিন্দা সিলেটের অবসরপ্রাপ্ত জেলা জজ লতিফুর রহমান খান নান্টুকে নিজ বাড়িতে ঢুকে কুপিয়ে আহত করে দুবৃর্ত্তরা। এ সময় তাকে আহত অবস্থায় প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে দুপুর ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খান মো. আবু নাসের জানান, জমি সংক্রান্ত বিরোধে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্তের পর বলা যাবে।কামাল হোসাইন/এফএ/আরআইপি