খেলাধুলা

আমিরাতের সংগ্রহ ৮১ রান

টস জিতে যে কেন ব্যাটিং নিল, সে আক্ষেপই হয়তো করছে এখন আরব আমিরাত। মিরপুরের উইকেটে ঘাস। এই ঘাসেই ভারতীয় বোলিংয়ের সামনে ব্যাট করার সাহস করলেন আমজাদ জাভেদ। ধোনিদের সামনে ব্যাট করতে নেমে আমিরাত কী করতে পারবে, সেটাই ছিল যেন অনুমিত। অবশেষে সে শঙ্কাই সত্যি হতে যাচ্ছে। এবারের এশিয়া কাপে হয়তো সর্বনিম্ন স্কোরই করলো আমিরাত। ভারতের সামনে মাত্র ৮১ রানের চ্যালেঞ্জ দিল তারা। তবে আমিরাতের আক্ষেপ আর মাত্র ৩ রানের। এই তিনটি রান বেশি করতে পারলে পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকতো তারা। কারণ, ভারতের সামনে মাত্র ৮৩ রানে অলআউট হয়েছিল পাকিস্তান। আর ৩ রান করতে পারলে এবারের এশিয়া কাপের সর্বনিম্ন রানের অপবাদ জুটতো না তাদের কপালে।টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ভারতীয় পেসারদের তোপের মুখে পড়ে আরব আমিরাত। মাত্র ২ রানেই হারিয়ে বসে টপ অর্ডারের দুই ব্যাটসম্যানকে। ২৫ রানে তিন উইকেট। ভুবনেশ্বর কুমার, হার্দিক পাণ্ডে এবং জসপ্রিত বুমরাহের বোলিং তোপের মুখে পড়ে শুরু থেকেই ধুঁকতে শুরু করে আরব আমিরাত।তবে চতুর্থ উইকেট জুটিতে সাইমান আনোয়ার আর মোহাম্মদ উসমান চেষ্টা করেন আরব আমিরাতকে টেনে তোলার। দু’জন মিলে গড়েন ২৬ রানের জুটি। ৯ রান করে মোহাম্মদ উসমান আউট হয়ে গেলে ভেঙে পড়ে সব প্রতিরোধ। এরপর একে একে উইকেট হারাতে থাকে আমিরাত। একপ্রান্তে সাইমান আনোয়ার একাই লড়াই করে যান। শেষ পর্যন্ত ৪৩ রানে আউট হন সাইমান এবং ৯ উইকেট হারিয়ে আরব আমিরাত ৮১ রানের চ্যালেঞ্জ তৈরী করতে সক্ষম হয়। আইএইচএস/পিআর