জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জিএম কাদের বলেছেন, রাজনৈতিক পরিবেশের কারণে জাতীয় পার্টিকে মহাজোটে যেতে হয়েছিল। কিন্তু এখন আপোষকামিতার রাজনীতির সময় শেষ। বর্তমানে সরকারে থাকা না থাকা নিয়ে আমরা রাজনৈতিকভাবে প্রশ্নের সম্মুখিন। এটা পরিষ্কার হওয়া দরকার। অচিরেই আমরা বর্তমান পরিস্থিতি সামলে নিয়ে জনগণের সামনে জাতীয় পার্টির স্বচ্ছ রাজনীতি তুলে ধরবো। শুক্রবার দুপুরে খুলনা মহানগর জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ১৪ দল ও ২০ দল নাম সর্বস্ব হয়ে গেছে। যে কারণে জোট ছেড়ে বাইরে এসে এককভাবে নির্বাচনে অংশ নিয়ে জাতীয় পার্টির সমর্থন প্রমাণ দিতে হবে। এজন্য পার্টির সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি আরো বলেন, নব্বই পরবর্তী সময় দুইটি দল লগি-বৈঠা ও পেট্রলবোমা আর অবৈধ অর্থের জোরে রাজনীতি করেছে। একমাত্র জাতীয় পার্টি জনগণের সমর্থনে রাজনীতি করছে যে কারণে শত প্রতিকূলতার মাঝে আমরা রাজনীতির মাঠে দক্ষতার সঙ্গে টিকে আছি। ৯১ এবং ৯৬ সালে এককভাবে রাজনৈতিক প্রতিকূল পরিবেশে নির্বাচনে অংশ নিয়ে উল্লেখযোগ্য সংখ্যক আসন পেয়ে আমরা প্রমাণ করেছি জাতীয় পার্টির জনসমর্থন।খুলনা মহানগর জাতীয় পার্টির সভাপতি সাবেক এমপি আবুল হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান ট্যাপা, সুনীল শুভ রায়, মীর আব্দুস সবুর আসুদ প্রমুখ।আলমগীর হান্নান/এআরএ/এমএস