ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীমসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে থানা পুলিশ। শুক্রবার বিকালে এ মামলা দায়ের করা হয়। ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপত্র জমাদানে বাধা ও প্রভাব বিস্তারের অভিযোগে তাদের বিরুদ্ধে এই মামলা করা হয়। ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচন কমিশনের চিঠির নির্দেশের আলোকে এ মামলা দায়ের করা হয়েছে। এর আগে ৩ মার্চ আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম মজুমদারকে বহিষ্কার করার সুপারিশ করছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির যুগ্মসচিব জেসমিন টুলি স্বাক্ষরিত চিঠিতে তাকে বহিষ্কারের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে। একই কারণে ফুলগাজী উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। ইউনিয়নগুলো- দরবারপুর, ফুলগাজী, জিএম হাট, মুন্সির হাট, আনন্দপুর, আমজাদ হাট। জহিরুল হক মিলু/জেএইচ