বগুড়ার ধুনট উপজেলায় কয়েক দিনের বৃষ্টিতে জলাবদ্ধ গর্তে পড়ে মরিয়ম খাতুন নুসরাত (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত নুসরাত উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিশ্বহরিগাছা গ্রামের জুয়েল মন্ডলের মেয়ে।
শনিবার (১ এপ্রিল) ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) হায়দার আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের বাড়ির পাশে একটি গর্তে বৃষ্টির পানি জমে। শুক্রবার বিকেলে শিশুটি বাড়ির পাশে খেলাধুলার এক পর্যায়ে গর্তের পানিতে নেমে পড়ে। এ সময় অসাবধানতাবশত পা পিছলে গর্তের পানিতে ডুবে যায়।
পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যার দিকে গর্তের পানি থেকে শিশুটির ভাসমান মরদেহ উদ্ধার করে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরির পর শিশুটির মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।
এফএ/এমএস