আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাধারণ পরিষদ সদস্য এম এম এনামুল হকের মৃত্যুতে শোক জানিয়েছে ব্যবসায়ী নেতাদের শীর্ষ সংগঠনটি।
একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এফবিসিসিআই। রোববার (২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় শোক প্রকাশ করে সংগঠনটি।
আরও পড়ুন> আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান এনামুল হক মারা গেছেন
শনিবার রাত সোয়া ১১টার দিকে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এনামুল হক। তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এম এম এনামুল হক ১৯৫৮ সালের ১ ডিসেম্বর মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার দক্ষিণ মেদিনীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। আমিন মোহাম্মদ গ্রুপ প্রতিষ্ঠার পাশাপাশি তিনি নানান সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করেন। এনামুল হক দৈনিক সময়ের আলোর সম্পাদকমণ্ডলীর সভাপতিও ছিলেন।
ইএআর/এসএনআর/জেআইএম