ক্যাম্পাস

রাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতা শুরু

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতা-২০১৬ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হয়েছে। শনিবার সকালে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান।১১ দিনব্যাপি এই প্রতিযোগিতায় স্বাগতিক রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ক্রীড়া পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলাগুলো অনুষ্ঠিত হবে। রাবিতে গ্রুপ পর্বে অংশ নেয়া ১০টি দলের মধ্যে সেরা দুই দল এবং জাবির ৮টি দলের মধ্যে সেরা দুই দলের মধ্যে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার প্রথম দিনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।রাশেদ রিন্টু/এসএস/এমএস