চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দুই দোকান ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (২ এপ্রিল) দুপুরে পৌর শহরের হাইরোড ও আলমডাঙ্গা বাজার এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়।
এ সময় আলমডাঙ্গা বাজারে মেসার্স সততা স্টোরকে তিন হাজার টাকা ও মেসার্স সৌখিন কসমেটিকসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ জানান, অভিযানে কসমেটিকস, গার্মেন্টস, জুতা, মুরগি, তরমুজ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে অভিযান পরিচালিত হয়। এ সময় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
আরএইচ/জিকেএস