দেশজুড়ে

পুরোনো ট্যাগে ১৩০০, বিক্রি ২২৫০ টাকায়

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মেয়াদোত্তীর্ণ ও অতিরিক্ত দামে পণ্য বিক্রির দায়ে চার দোকানিকে ৪৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৩ এপ্রিল) দুপুরে কটিয়াদী পৌর বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর কিশোরগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক।

অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রির দায়ে মদিনা খেজুর ঘরকে ২০ হাজার টাকা, পোশাকে বাড়তি মূল্যের ট্যাগ লাগিয়ে ১৩০০ টাকার পণ্য ২২৫০ টাকায় বিক্রির অপরাধে এক্সপোর্ট গ্যালারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেসার্স পারভেজ বিজনেসকে ৩ হাজার টাকা এবং জাকির ফল দোকানিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিদপ্তর কর্মকর্তা হৃদয় রঞ্জন বণিক বলেন, ঈদকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা হয়েছে। জনস্বার্থে ভোক্তা অধিদপ্তরের এমন অভিযান অব্যাহত থাকবে।

এসজে/এএসএম