দেশজুড়ে

বগুড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

বগুড়ার সারিয়াকান্দিতে ট্রাকের ধাক্কায় সাইনুর ইসলাম (২৫) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। সোমবার (৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার জোড়গাছা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সাইনুর ইসলাম ওই গ্রামের শাজাহান প্রামাণিকের ছেলে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেস কুমার চক্রবর্তী জানান, সারিয়াকান্দির কুতুবপুর থেকে দুপুর দেড়টার দিকে ইটবোঝাই ট্রাক জোড়গাছা গ্রামে আসলে বিপরীত দিক থেকে আসা অটোভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে ভ্যানচালক সাইনুর মারা যান।

তিনি আরও জানান, ট্রাকচালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরএইচ/এএসএম