দেশজুড়ে

সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জের হিরাঝিলে তৈরি পোশাক পণ্য সেইলরের উদ্যোগে অনুষ্ঠান আয়োজিত হয়। এতে মিডিয়া পার্টনার হিসেবে ছিল অনলাইন নিউজ পোর্টাল নিউজ নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাব।ওমর ফারুক ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) মো. ফোরকান শিকদার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফত উল্লাহ, পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা আ.লীগের সভাপতি মজিবুর রহমান, বিশিষ্ট সমাজসেবক হাবিবুল্লাহ, দৈনিক জনকণ্ঠের নারায়ণগঞ্জ প্রতিনিধি মো. খলিলুর রহমান, সিদ্ধিরগঞ্জ রিপোর্টাস ইউনিটির সভাপতি নজরুল ইসলাম বাবুল ও ওমর ফারুক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মো. ওমর ফারুক প্রমুখ।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন র্যাবের সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন পিপিএম, সিদ্ধিরগঞ্জ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হোসেন চিশতী সিপলু, কার্য্যনির্বাহী সদস্য ও বাংলাদেশ প্রতিদিনের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি এম এ শাহীন, আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি আব্দুস সামাদ বেপারী, সিদ্ধিরগঞ্জ থানা জাসদ (ইনু)-এর সাধারণ সম্পাদক এসএম মাসুদ রানা, বিশিষ্ট ব্যবসায়ী ও যুবলীগ নেতা হুমায়ুন কবির ফারুক।সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইমাম হাসান সৌরভের উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে নেচে গেয়ে দর্শকদের বিনোদিত করেন কণ্ঠশিল্পী আরিফ, চ্যানেল নাইন পাওয়ার ভয়েজ শিল্পী মৌসুমী, বাংলাদেশ আইডেল শিল্পী বৃষ্টি, ডিজুজ রক ষ্টার নীলয়, শিশু শিল্পী নওরীন প্রমুখ।হোসেন চিশতী সিপলু/এফএ/আরআইপি