তথ্যপ্রযুক্তি

চীনে রাজনৈতিক সম্মেলনে সেলফি স্টিক নিষিদ্ধ

চীনের রাজনৈতিক দল ন্যাশনাল পিপলস কংগ্রেসের সম্মেলনে ‘সেলফি স্টিক’ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বেইজিংয়ে সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিরা সম্মেলন কেন্দ্রে সেলফি স্টিক নিয়ে প্রবেশ করতে পারবেন না। এর আগে গত বছর সম্মেলনে সেলফি স্টিক দিয়ে ছবি তোলার ব্যাপক হিড়িক দেখা যায়। এরপর এবছর এ নিষেধাজ্ঞা জারি করা হলো।  সম্মেলনে সাংবাদিক, ব্যবসায়ী নেতা থেকে শুরু করে রাজনীতিকরা স্টিক দিয়ে সেলফি তোলেন। কিন্তু এ বছর বেইজিংয়ের ‘গ্রেট হলে’ সেলফি স্টিক নিষিদ্ধ করা হয়েছে। সাউথ চায়না মর্ণিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিদের সেলফি না তুলে কাজে মনোযোগী হওয়ার জন্য দলের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে। পিপলস কংগ্রেসের মুখপাত্র ঝাং জিংগান বলেন, সঠিকভাবে কাজ করাই প্রতিনিধিদের সবচেয়ে বড় দায়িত্ব। সেলফি স্টিক কাজের মনোযোগ ব্যাহত করে এবং একটা খারাপ ভাবমূর্তি তুলে ধরে। আর এজন্যই এবারের সম্মেলনে সেলফি স্টিক নিষিদ্ধ করা হয়েছে। এসআইএস/এবিএস