জাতীয়

শেরেবাংলা নগরে বিকাশের ১৪ লাখ টাকা ছিনতাই : আটক ১

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন তালতলা এলাকায় গুলি করে সাইদুর রহমান নামের এক বিকাশ এজেন্টের কাছ থেকে ১৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাজু নামে অপর এক বিকাশ এজেন্টকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে এই ঘটনা ঘটে। এঘটনায় আহত সাইদুর রহমানকে রাজধানীর পঙ্গু হাসাপাতালে ভর্তি করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার। তিনি জাগো নিউজকে বলেন,  বিকাশ কর্তৃপক্ষ টাকা আত্মসাৎ এবং ছিনতাইয়ের ঘটনায় রাজু নামের ওই বিকাশ এজেন্টের বিরুদ্ধে শেরেবাংলা থানায় মামলা দিয়েছে।  মামলাটি তদন্তাধীন রয়েছে। কিন্তু বিকাশ মামলা করলেও চলতি সপ্তাহে ওই রাজুকে দিয়েই আবার টাকা লেনদেন করিয়েছে কোম্পানিটি।তিনি আরো জানান, আজ বিকেলে অপর এক বিকাশ এজেন্ট এর কাছ থেকে ১৪ লাখ টাকা ছিনতাইয়ের পর রাজুকে আটক করে শেরেবাংলা নগর থানা পুলিশ হেফাজতে নিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে সর্ষের মধ্যে ভূত রয়েছে।  বিকাশে টাকা ছিনতাইয়ের ঘটনায় বিকাশেরই কোনো এজেন্ট কিংবা কর্মকর্তা জড়িত থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।জেইউ/এসকেডি/এবিএস