জাতীয়

আন্তর্জাতিক পাবলিক স্পিকিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইংলিশ স্পিকিং ইউনিয়ন বাংলাদেশের ব্যবস্থাপনায় আন্তর্জাতিক পাবলিক স্পিকিং প্রতিযোগিতা ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঢাকা সেনানিবাসের আদমজী ক্যান্টনমেন্ট কলেজে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এদিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) গবেষণা কর্মকর্তা মুহাম্মদ শাহাদাৎ হোসেন।তিনি জানান, প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছেন যথাক্রমে ঝিনাইদহ ক্যাডেট কলেজের ইফতেখারুল ইসলাম শরত এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজের রুবাইয়া সিদ্দিক দিবা। প্রতিযোগিতায় ক্যাডেট কলেজসহ বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে বলেও বিজ্ঞপ্তি বলা হয়।লেফটেন্যান্ট জেনারেল সাব্বির আহমেদ, চিফ অব দি জেনারেল স্টাফ, বাংলাদেশ সেনাবাহিনী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে ট্রফি প্রদান করেন। এছাড়া অনুষ্ঠানে মেজর জেনারেল মিজানুর রহমান খান, এরিয়া কমান্ডার, সদর দফতর লজিস্টিক্স এরিয়া এবং সৈয়দ ওয়াছেক মো. আলী, ব্যবস্থাপনা পরিচালক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি. বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।এআর/এসকেডি/এবিএস