লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী গ্রামে প্রতিপক্ষের লোকজন একটি বসত ঘরে হামলা-ভাঙচুর চালিয়েছে। এসময় তাদের অতর্কিত হামলায় নারী ও বৃদ্ধসহ অন্তত ১০ জন আহত হন। জমি নিয়ে বিরোধের জের ধরে শনিবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আহতদের মধ্যে আবদুল মালেক (৬০), খলিলুর রহমান (৩৫), আবদুল করিম (২৮), স্বপন (২৭), জায়েদা বেগম (৩৫) ও পারুলকে (৩০) রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।আহতদের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তর চরবংশীর ৩নং ওয়ার্ডের ছৈয়াল বাড়ি জামে মসজিদ সংলগ্ন স্থানে ৯ শতাংশ জমি নিয়ে ওই এলাকার আবদুল করিমের সঙ্গে এয়াকুব বেপারীদের বিরোধ চলে আসছে। এরই জের ধরে ঘটনার সময় এয়াকুব বেপারী ও নুরনবী বেপারীর নেতৃত্বে অর্ধশতাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে করিম বেপারীর ওই জমিতে থাকা বসত বাড়িতে অতর্কিত হামলা চালায়। এসময় তারা কুপিয়ে ও পিটিয়ে ১০ জনকে জখম করে। ভাঙচুর করে বসত-ঘরে লুটপাটও চালায় বলেও ক্ষতিগ্রস্থ পরিবারের অভিযোগ।আহত আবদুল করিম জাগো নিউজকে বলেন, জমি সংক্রান্ত বিরোধে এয়াকুব বেপারীরা আমাদের উপর বর্বর হামলা চালিয়েছে। হামলা থেকে বাদ যায়নি বৃদ্ধ ও নারীরাও। আমরা এর দৃষ্টান্তমূলক বিচার চাই। হামলার অভিযোগ বিষয়ে এয়াকুব বেপারী কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি ওই ৯ শতাংশ ভূমি করিমদের নিকট বিক্রির বিষয়টি স্বীকার করেন।এ ব্যাপারে হাজীমারা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সিরাজ মিয়া জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্ষতিগ্রস্তদের মামলা করার পরামর্শ দেয়া হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। কাজল কায়েস/এমজেড/এবিএস